মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং কাছাড়ের পুলিশ সুপারের তৎপরতায় টাকা ফিরিয়ে পেলেন মামন দাস l
জমি ক্রয় করতে গিয়ে অশোক সরকার নামের এক ব্যাক্তিকে ২২ লক্ষ টাকা দেন শিলচর চেংকুড়ি রোডের বাসিন্দা মামন দাস নামের এক মহিলা।
কিন্তু চার বছর অতিক্রান্ত হলেও জমি তো দূরের কথা নিজের টাকাও ফেরৎ পাননি সেই মহিলা। বিষয়টি নিয়ে অনেক বিচার ও সভা-সমিতি হলেও সমস্যার সুরাহা হয়নি। ফলে অসহায় মামন দাস নামের সেই মহিলা মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার শিলচর সফরকালে শিলচর কুম্ভীরগ্রাম এলাকায় পৌঁছে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনলে, মুখ্যমন্ত্রী কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সুপার নুমাল মহাত্তা, অশোক সরকার নামের সেই ব্যক্তিকে ডেকে সমস্যার সমাধান করিয়ে দেওয়ায় মামন দাস পুলিশ সুপার,সদর থানার ওসি সহ আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Promotional | BARAK FESTIVAL 2025