জম্মু-র রামবানে চিতাবাঘ আতঙ্ক, রহস্যজনক মৃত্যু ১৫টি ভেড়া ও ছাগলের

< 1 - মিনিট |

জম্মু রিজিওন-এর রামবান জেলায় চিতাবাঘ আতঙ্ক| সোমবার গভীর রাতে রামবান জেলার চাদ্বেরকূট এলাকায় রহস্যজনকভাবে মৃতু্য হল ১৫টি ভেড়া ও ছাগলের

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু রিজিওন-এর রামবান জেলায় চিতাবাঘ আতঙ্ক| সোমবার গভীর রাতে রামবান জেলার চাদ্বেরকূট এলাকায় রহস্যজনকভাবে মৃতু্য হল ১৫টি ভেড়া ও ছাগলের| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ১৫টি ভেড়া ও ছাগলের| মঙ্গলবার সকালে চাব্দেরকূট এলাকায় অবস্থিত গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি পশুর মৃতদেহ|

ওই গোয়ালঘরের মালিক হলেন চাব্দেরকূট এলাকার বাসিন্দা তায়ুব হুসেন এবং আব্দুল রশিদ| তায়ুব এবং আব্দুল জানিয়েছেন, সোমবার গভীর রাতে গোয়ালঘরে ঢুকে পড়ে হিংস্র জন্তু| রাতের অন্ধকারে ১৫টি ভেড়া ও ছাগলকে মেরে ফেলেছে ওই হিংস্র জন্তু| এছাড়াও আরও বেশ কয়েকটি পশুর কোনও খোঁজ মিলছে না| স্থানীয় বাসিন্দাদের দাবি, চিতাবাঘের হামলাতেই মৃত্যু হয়েছে ১৫টি ভেড়া ও ছাগলের| এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো আতঙ্কে রয়েছেন রামবান জেলার চাব্দেরকূট এলাকার বাসিন্দারা|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news