ভোরের আলো ফুটতে না ফুটতেই জোরালো আওয়াজে ঘুম ভেঙে যায় জয়নগর থানার অন্তর্গত নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়ার বাসিন্দাদের।ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তার দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাঁর স্বামী দুই পোষ্যকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে জানান তাঁর স্ত্রী
দেনার দায়ে মানসিক অবসাদে নিজের দুই পোষ্যকে গুলি করার পর নিজেই বন্দুকের গুলিতে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম হল, শুভঙ্কর রায়চৌধুরী (৪৭)। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই জোরালো আওয়াজে ঘুম ভেঙে যায় জয়নগর থানার অন্তর্গত নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়ার বাসিন্দাদের। ঘুম চোখে তড়িঘড়ি প্রতিবেশীরা বাইরে বেরিয়ে জানতে পারেন প্রতিবেশী শুভঙ্কর রায় চৌধুরীর বাড়ি থেকে ওই আওয়াজ পাওয়া গিয়েছে। বাড়ির মধ্যে ঢুকে তারা দেখতে পান শুভঙ্কর এবং তাঁর দুই পোষ্যর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার স্ত্রী কান্নাকাটি করছে। আর শুভঙ্করের পাশে পড়ে আছে তাদের বাড়ির বৈধ দু’নলা বন্দুকটি। প্রতিবেশীদের তাঁর স্ত্রী জানায়, সকালে ঘুম থেকে উঠে গুলির আওয়াজ পেয়ে নিচে নেমে দেখেন স্বামী এবং তার দুই পোষ্য রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তার স্বামী দুই পোষ্যকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন বলে তিনি জানান। ইতিমধ্যেই খবর চলে যায় জয়নগর থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শুভঙ্কর রায় চৌধুরী পেশায় অটোচালক। তার বাবার নামে একটি লাইসেন্সি বন্দুক দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে আছে। সম্প্রতি শুভঙ্কর দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন। বুধবার অর্থলগ্নি সংস্থা থেকে তার অটোটিও তার কাছ থেকে ছিনিয়ে নেয় সময়মতো প্রিমিয়াম না দেওয়ায়। এরপর তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন। তার তিন বছরের এক শিশু কন্যা আছে। মা-বোন-স্ত্রী-কন্যাকে নিয়ে চৌধুরী পাড়ার বাড়িতেই তিনি থাকতেন। তাই একদিকে প্রচুর দেনা এবং অপরদিকে সম্প্রতি তার অটোটি অর্থলগ্নি সংস্থা তুলে নেওয়ায় অবসাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তার পরিবারের দাবি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং যে বন্দুকের মাধ্যমে শুভঙ্কর রায় চৌধুরী তার দুই পোষ্যকে মেরেছে এবং নিজেও আত্মঘাতী হয়েছে সেই বন্দুকটির লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।