জল নিকাশির দাবিতে সোনারপুরে বিক্ষোভ, আক্রান্ত পুলিশ

< 1 - মিনিট |

পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়েন বিক্ষভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। নরেন্দ্রপুরের তেঘরিয়া এলাকায় রাস্তা অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। বিশেষ করে রাজপুর সোনারপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখান।

কে আর সি টাইমস ডেস্ক

জল নিকাশি ও রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোনারপুর কামালগাজি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধ তুলতে গেলে নরেন্দ্রপুর থানার পুলিশের সঙ্গে বচসা বাধে আন্দোলনকারীদের। বচসা থেকে হাতাহাতিও হয়। এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়েন বিক্ষভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। নরেন্দ্রপুরের তেঘরিয়া এলাকায় রাস্তা অবরোধ করে বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। বিশেষ করে রাজপুর সোনারপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘ তিন বছর ধরে সোনারপুর থেকে কামালগাজী পর্যন্ত রাস্তা তৈরির কাজ শুরু হলেও আজ পর্যন্ত রাস্তা তৈরি হয়নি। ফলে বেহাল রাস্তার ফলে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষজন। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। সমস্যা আরও বেড়েছে বৃষ্টি নামায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে অটো, রিক্সা-সহ সমস্ত যানবাহন অত্যধিক ভাড়া দাবি করছে।
পাশাপাশি রাজপুর সোনারপুর পুরসভার আশপাশের ওয়ার্ডের জল এই দুই ওয়ার্ড থেকে নিকাশ করা হচ্ছে। ফলে অন্যান্য ওয়ার্ডের জল বেরিয়ে গেলেও এই দুই ওয়ার্ড এখনও পর্যন্ত জলমগ্ন। সেই কারণে এলাকার মানুষজন এদিন সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এমনকি পুলিশকে মারধোর করা ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন বিক্ষোভকারীরা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। কিন্তু পুরসভা কিংবা স্থানীয় বিধায়কের কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ফলে এখনও পর্যন্ত বিক্ষোভ চলছে এলাকায়। এই ঘটনার জেরে সকাল থেকেই সোনারপুর কামালগাজীর মত ব্যস্ততম রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news