জাতীয় প্রেস দিবস উপলক্ষে ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন
জাতীয় প্রেস দিবস উপলক্ষে ব্যাপক কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। প্রথমবারের মতো এবার শিলচরে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যস্তরের কেন্দ্রীয় জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান। এ নিয়ে বুধবার শিলচরে কাছাড় জেলাশাসকের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।
রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১৬ নভেম্বর শিলচরের বঙ্গভবনে সকাল ১১:৩০ মিনিট থেকে রাজ্যস্তরের জাতীয় প্রেস দিবস পালন করা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের যুগ্মসঞ্চালক কনকেশ্বর বরগোহাঁই এবং বিভাগের লিয়াজোঁ অফিসার জাহিদ আহমেদ তাপাদার রাজ্য ভিত্তিক শিলচরে অনুষ্ঠেয় জাতীয় প্রেস দিবসের কার্যসূচি উদযাপন কমিটির সকল সদস্যদের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, ১৬ তারিখের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল।
জাতীয় প্রেস দিবসের মূল বক্তা বিশিষ্ট সাংবাদিক তথা ভারতীয় গণসংযোগ প্রতিষ্ঠানের প্রাক্তন অধিকর্তা-প্রধান কেজি সুরেশ। এদিনের অনুষ্ঠানে বরাক উপত্যকার ছয় জন বিশিষ্ট সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জানান তিনি। যাঁদের সংবর্ধনা দেওয়া হবে তাঁরা যথাক্রমে কাছাড় জেলা থেকে বিশিষ্ট সাংবাদিক অতীন দাশ ও শান্তনু ঘোষ, করিমগঞ্জ জেলা থেকে অশোককুমার ভট্টাচার্য ও হবিবুর রহমান চৌধুরী এবং হাইলাকান্দি জেলা থেকে সন্তোষকুমার মজুমদার ও দেবদাস পুরকায়স্থ। এদিনের সভায় বক্তব্য পেশ করতে গিয়ে জেলাশাসক লায়া মাদ্দুরি রাজ্যস্তরে শিলচরে অনুষ্ঠেয় জাতীয় প্রেস দিবসের কার্যসূচিকে সর্বাঙ্গসুন্দর এবং সফল করে তুলতে কমিটির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যস্তরে কেন্দ্রীয়ভাবে প্রথমবারের মতো এবার শিলচরে জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কাজেই আন্তরিকভাবে সকলে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান জেলাশাসক।