জামিয়া হিংসা: ১০ জন অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

< 1 - মিনিট |

ধৃতদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে। ধৃতদের মধ্যে কেউই পড়ুয়া নয়।

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ১০ জনের বিরুদ্ধেই অপরাধের রেকর্ড রয়েছে। ধৃতদের মধ্যে কেউই পড়ুয়া নয়। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ১০ জনের বিরুদ্ধেই অপরাধের রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে জনগণের মধ্যে হিংসা বাঁধানোর অভিযোগ আনা হয়েছে।’ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিসওয়াল জানিয়েছেন, ‘হিংসার সময় ঘটাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মীদের বয়ান ও সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখার পর ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।’ 

নাগরিকত্ব সংশোধন আইন ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে গত রবিবার উত্তাল হয়ে ওঠে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনি এলাকা। অভিযোগ, হিংসার পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের বেধড়ক পেটায় দিল্লি পুলিশ। পড়ুয়াদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার পরই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পড়ুয়াদের মধ্যে। জামিয়ার লাইব্রেরির অলিন্দে ফোঁটা ফোঁটা রক্তও পড়ে থাকতে দেখা যায়। কিন্তু, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জামিয়া প্রতিবাদের সময় একটিও গুলি চালায়নি দিল্লি পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে, বাকি সমাজ-বিরোধীদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news