এই লাইন গগা মুখ থেকে মাজুলী হয়ে জোরহাট যাবে
শিলচর -রেলওয়ে বোর্ড গগামুখ থেকে জোরহাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর ৮০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেল লাইন নির্মাণের জন্য জরীপ মঞ্জুর করেছে এবং এই জরীপের কাজ আগামী তিন/তার মাসের মধ্যে শুরু করা হবে। উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মর্মে একটি চিঠি দেন এবং মাজুলী এলাকার যোগাযোগের অপ্রতুলতার কথা জানিয়ে ব্রহ্মপুত্র নদের উত্তর পারের সঙ্গে মাজুলী হয়ে জোরহাটের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করার অনুরোধ জানান।
এছাড়া সম্ভব হলে ব্রহ্মপুত্রের নীচ দিয়ে রেল লাইন বসিয়ে জোরহাটের সঙ্গে মাজুলীকে সংযুক্ত করতেও হারাণ বাবু চিঠিতে উল্লেখ করেন । এর পরিপ্রেক্ষিতে রেল বিভাগ ব্রহ্মপুত্র নদের নীচ দিয়ে রেল লাইন নির্মাণের পরিবর্তে গগা মুখ থেকে মাজুলীর কমলাবাড়ি ও গঢ়মুর হয়ে জোরহাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে একটি রেল লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।
KRC TIMES | Promotional