জ্বলন্ত কারখানা থেকে ১১ জনকে উদ্ধার করেছেন দমকল কর্মী রাজীব শুক্ল

< 1 - মিনিট |

এই সাহসিকতার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লির লোকনায়ক হাসপাতালে চিকিৎসাধীন ওই দমকল কর্মীকে দেখে এসে টুইটারে একথা লেখেন সত্যেন্দ্র জৈন।

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লির ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অসীম সাহসের পরিচয় দিয়ে জ্বলন্ত কারখানা থেকে একে একে ১১ জনকে বের করলেন দমকল কর্মী রাজীব শুক্ল। আঘাত পেলেও না থেমে নিজের কর্তব্য পালন করে যান তিনি। এই সাহসিকতার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। দিল্লির লোকনায়ক হাসপাতালে চিকিৎসাধীন ওই দমকল কর্মীকে দেখে এসে টুইটারে একথা লেখেন সত্যেন্দ্র জৈন।

দিল্লির অগ্নিকাণ্ডের জেরে এক দিকে রাজধানীতে যখন মৃত্যু মিছিল অব্যাহত, ঠিক সেইসময়ই দমকল কর্মী রাজীব শুক্লকে নিয়ে একটি টুইট করেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈন। জানান, কোনওকিছুর তোয়াক্কা না করে একাই ১১ জনকে আগুনের মধ্যে থেকে বার করে আনেন রাজীব শুক্ল। তিনি না থাকলে মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারত। উদ্ধারকার্য চালাতে গিয়ে চোট পান রাজীব শুক্ল। দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁকে দেখতে যান সত্যেন্দ্র জৈন। তার পরই নিজের টুইটার হ্যান্ডলে রাজীব শুক্লর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সত্যেন্দ্র। তাতে তিনি লেখেন, ‘দমকল কর্মী রাজেশ শুক্লই আজকের আসল নায়ক। অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে, আজ সর্বপ্রথম তিনিই পৌঁছন সেখানে। ১১ জনের প্রাণ রক্ষা করেন। নিজে হাড়ে চোট পাওয়া সত্ত্বেও উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছেন। এই সাহসিকতার জন্য ওঁকে কুর্নিশ। ‘ জানা গেছে, রবিবার কাকভোরে দিল্লির রানি ঝাঁসি রোডের সবজি মাণ্ডির একটি বহুতলের কারখানায় আগুন লাগার পর তখনও পর্যন্ত প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছয়নি । ছিল না সাহায্য করার মতো কেউ-ও। সেই অবস্থাতেই আগু পিছু না ভেবে আগুনের লেলিহান শিখার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন দমকল কর্মী রাজীব শুক্ল । সেখান থেকে একে একে নিরাপদে বার করে এনেছিলেন ১১ জনকে। রবিবারের এই অগ্নিকান্ডে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। তবে দমকল কর্মী রাজীব শুক্ল সাহসের পরিচয় না দিলে যে, এই সংখ্যা আরও আনেকটাই বেড়ে যেত তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news