প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে বন্ধে শামিল হলো বরাকের গ্রাম শহর প্রান্তর
শিলচর : টানটান উত্তেজনায় ডি লিমিটেশন এর প্রতিবাদে ক্ষোভের সুনামি আছড়ে পড়লো বরাকে। প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে বন্ধে শামিল হলো বরাকের গ্রাম শহর প্রান্তর। বন্ধের সমর্থনে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। শুনশান রাজপথ, বাজার হাট।