অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপ শুরু ১৮ অক্টোবর আর ফাইনাল ১৫ নভেম্বর৷ প্রথম সেমিফাইনাল এসসিজি-তে ১১ নভেম্বর এবং একইদিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে
আগামী ২০২০ আইসিসি টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগে মুখোমুখি হচ্ছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ৷ তবে সেমিফাইনাল বা ফাইনালে হতে পারে ভারত-পাক মহারণ ৷ অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপ শুরু ১৮ অক্টোবর আর ফাইনাল ১৫ নভেম্বর৷ প্রথম সেমিফাইনাল এসসিজি-তে ১১ নভেম্বর এবং একইদিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে অ্যাডিলেড ওভালে৷
প্রথম রাউন্ড ম্যাচের পর শুরু হবে মূলপর্ব৷ ২৪ অক্টোবর এসসিজি-তে মূলপর্বের প্রথম ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তান৷ তবে ২০১৯ বিশ্বকাপের মতো আগামী বছর টি-২০ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ আগামী ২৪ অক্টোবর পারথ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে ২০০৭-এর বিশ্বচ্যাম্পিয়নরা৷ আর গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ খেলবে ২৫ অক্টোবর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ ২০১৬ ভারতের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ৷
মূলপর্বে খেলবে মোট ১২টি দল৷ দু’টি গ্রুপে থাকবে ছ’টি করে দল৷ ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত আইসিসি টি-২০ ব়্যাংকিংয়ে প্রথম আটটি দেশ সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে৷ বাকি চারটি দল খেলবে প্রথম রাউন্ডে যোগ্যতা অর্জনের ভিত্তিতে৷ প্রথম রাউন্ডের ম্যাচ গুলি হবে আগামী বছরর ১৮ থেকে ২৩ অক্টোবর৷ তবে প্রথম রাউন্ডেকোয়ালিফায়ারদের সঙ্গে খেলবে আইসিসি ব়্যাঙ্কিংয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কা ও বাংলাদেশ৷
গ্রুপ-১: পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, গ্রুপ-এ টিম ১ এবং গ্রুপ-বি টিম ২
গ্রুপ-২: ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, গ্রুপ-বি টিম ১ এবং গ্রুপ-এ টিম ২