‘ডিজিটাল সাফল্য’ নিয়ে কলকাতায় দু’দিনের প্রশিক্ষণ শিবির

< 1 - মিনিট |

ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইন্ডাস নেট টেকনোসু-র সিইও| তাঁরা জানান, পূর্ব ভারতের পেশাদারদের জন্য আগামী ৮-৯ আগস্ট ‘ডিজিটাল সাফল্য’ শীর্ষক কলকাতায় দু’দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছেন

কে আর সি টাইমস ডেস্ক

দ্রুত এগিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তি| বদলে যাচ্ছে আমাদের যোগাযোগ ও কাজের ঘরানা| বিপনন থেকে ব্যবস্থাপনা, এমনকি  সাংবাদিকতার ঘরানার আমূল বদল হচ্ছে| প্রযুক্তির এই দৌড়ের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে মুস্কিল| আর পারলে, হাতের মুঠোয় সাফল্য|

শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বিষয়টা নানা উদাহরণ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন তিন ডিজিটাল বিশেষজ্ঞ অভিষেক রুংটা, আজি আইজাক ম্যাথু| এঁরা দুজন যথাক্রমে ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইন্ডাস নেট টেকনোসু-র সিইও| তাঁরা জানান, পূর্ব ভারতের পেশাদারদের জন্য আগামী ৮-৯ আগস্ট ‘ডিজিটাল সাফল্য’ শীর্ষক কলকাতায় দু’দিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছেন|

অভিষেকবাবু বলেন, ইন্ডাস নেট টেকনোলজিস-এর উদ্যোগে গত বছরেও কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল ডিজিটাল বিষয়ক প্রশিক্ষণ শিবির| এবারের পূর্ব ভারতের সর্ব বৃহৎ ডিজিটাল শিবিরে প্রায় ৩৫০ সিইও, ১১৫ জন তথ্য় প্রযুক্তি প্রধান এবং ১১৫ জন বিপনন প্রধান অংশ নেবেন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news