ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট বরাকের পাশে আছি ,বললেন ভূপেন বরা

< 1 - মিনিট |

তিনি বলেন, অসমে যে ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত হয়েছে তার বিরোধিতা করেছে প্রদেশ কংগ্রেস

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিবাজী ধর

শিলচর : ডিলিমিটেশন নিয়ে অসন্তুষ্ট বরাকবাসীর পাশে রয়েছে কংগ্রেস, বললেন এপিসিসি সভাপতি ভূপেন বড়া। আজ সকালে গুয়াহাটি থেকে বিমানে কুম্ভীরগ্রাম পৌঁছনোর পর এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা জানান অসম প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, অসমে যে ডিলিমিটেশনের খসড়া প্রকাশিত হয়েছে তার বিরোধিতা করেছে প্রদেশ কংগ্রেস। আর বরাক উপত্যকার পনেরোটির মধ্যে দুটি আসন কর্তন করায় উপত্যকার জনগণ খুশি নন। আমরা কংগ্রেস দল জনগণের সাথে রয়েছি, বলেন ভূপেন।

বিমানবন্দরের বাইরে প্রদেশ সভাপতিকে উষ্ণ সংবর্ধনা জানান এপিসিসির সাধারণ সম্পাদক সামিম চৌধুরী, সহ সভাপতি শরিফুজ্জামান লস্কর, সঞ্জীব রাই, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, মহিলা কংগ্রেস সভানেত্রী বিদ্যাবতী রবিদাস সহ অন্যান্যরা। পরে শিলচর যাওয়ার পথে উধারবন্দ ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও ভূপেন বড়াকে সংবর্ধিত করা হয়।

উধারবন্দ বাজার কমপ্লেক্সের সামনে উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, প্রদীপ তাতি, ললিত গোয়ালা, আব্দুল হক লস্কর, জয়মুল আলি সহ অন্যান্যরা। এদিকে পুলক রায় ব্লক কংগ্রেস নেতাদের পাশে রেখেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেন। তিনি বলেন অসমে বিজেপি সরকার সময়মত পঞ্চায়েত নির্বাচন করাতে ভয় পাচ্ছ। কারন তাদের একন পায়ের তলায় মাটি নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *