ডিলিমিটেশনের পর যে লোকসভায় নির্বাচন হবে এতে বিজেপি ১৪ টি আসনের মধ্যে 12 টি আসনে বিজয়ী হবে বলে তিনি দাবি করেন
গুয়াহাটি : ডিলিমিটেশন নিয়ে কোন সমস্যা নেই বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেউ তাকে বলেননি যে ডিলিমিটেশন নিয়ে কোন ক্ষোভ রয়েছে। কিছু ছোট ছোট সমস্যা রয়েছে সেটার অনেকেই সমাধান চাইছেন। যেমন কেউ তাকে ফোন করে বলেছেন যে আমার যে বিধানসভা আসন সেটার নাম বদলানো হয়েছে।
বলছেন কোন এলাকাকে এসে যুক্ত করা হয়েছে এতে অসুবিধা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবেডি লিমিটেশন নিয়ে কেউ অসন্তুষ্ট বা এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এমন কোন কথা তাকে কেউ বলেননি বলে মুখ্যমন্ত্রী জানান। ডিলিমিটেশনের পর যে লোকসভায় নির্বাচন হবে এতে বিজেপি ১৪ টি আসনের মধ্যে 12 টি আসনে বিজয়ী হবে বলে তিনি দাবি করেন। মানুষ এই প্রক্রিয়ায় পুরোপুরি খুশি এ দাবি করেন মুখ্যমন্ত্রী।
কিছু কিছু খুব অবশ্যই কিছু কিছু এলাকায় রয়েছে এটা থাকাটা খুব একটা অস্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন। ডিলিমিটেশন নিয়ে যখন সারা রাজ্যে উত্তাল তখন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগেও তিনি বলেছেন এ নিয়ে কোন আন্দোলন হচ্ছে তার চোখে পড়েনি। এখনো তিনি তার অবস্থারে অনড় রয়েছেন। তিনি বলেছেন যাদের আপত্তি রয়েছে তারা অবশ্যই নির্বাচন কমিশনের সামনে তাদের আপত্তি জানাবেন। আগামী ২০ ২১ ও ২২ তারিখ নির্বাচন কমিশনের সদস্যরা গুহাটিতে আসছেন তখন তাদের কাছে অভিযোগ জানানো যাবে।