১১ জুলাই শিলচরে মশাল মিছিল
শিলচর : আগামী ১১ জুলাই শিলচরে মশাল মিছিলের আয়োজন করছে জেলা কংগ্রেস। ডিলিমিটেশনে ব রাকের দুটি আসন কাটার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানালেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন ডিলিমিটেশনের খসরা বাতিলের পক্ষে যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করছে কংগ্রেসের সহ ১২ দলীয় ঐক্যজোট। দেশের বিশিষ্ট আইনজীবী সাংসদ কপিল সিবাল এই মামলা পরিচালনা করবেন ।তার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে কংগ্রেস নেতৃবৃন্দের।
নির্বাচন কমিশনের কাছে দুটি আসন কাটাসহ ডি লিমিটেশন নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এ সমস্ত বিষয়ে একটি আন্দোলনের তোলার লক্ষ্যে কংগ্রেস আগামী ১১ জুলাই মসাল মিছিল কর্মসূচি হাতে নিয়েছে ।তাতে যোগ দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রকিবুল হোসেন অজিত ভুঁইয়া প্রমথ এইসব বিষয়ে দিল্লিতে এখনো বিভিন্ন নেতার সঙ্গে কথা বলছেন। আগামী ২১ জুলাই নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল গুহাটিতে এলে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে।