ডি লিমিটেশন অসমের মানুষের সর্বনাশ করবে অভিম ত ১২ দলের বিরোধী ঐক্য জোটের

2 - মিনিট |

রাজ্যসভা সাংসদ অজিত ভুঁইয়া বলেন এই ঘোষণার মাধ্যমে মানুষের মধ্যে শুধুমাত্র বিভেদ তৈরি করা হচ্ছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ডিলিমিটেশন কমিশনের এই খসড়া তালিকা অসমের মানুষের সর্বনাশ করবে.। এই খসড়া তালিকা তৈরি হয়েছে কোন জাতি বা গোষ্ঠীর স্বার্থে নয় তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বার্থে। আজ শিলচরে বারদলীয় বিরোধী ঐক্য জোটের এক সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। সভায় ভাষণ দিতে গিয়ে রাজ্যসভা সাংসদ অজিত ভুঁইয়া বলেন এই ঘোষণার মাধ্যমে মানুষের মধ্যে শুধুমাত্র বিভেদ তৈরি করা হচ্ছে।।

বরাক উপত্যকা কে বিশেষভাবে বঞ্চিত করা হয়েছে, যার জন্য এখান থেকে দুইটি আসন কাটা হয়েছে। অথচ বরাক উপত্যকা থেকেই বিজেপির জন্ম। নির্বাচন কমিশনের এই ডি লিমিটেশনকে সম্পূর্ণভাবে বেআইনি বলে আখ্যায়িত করলেন বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। তিনি তার ভাষনে বলেন এই খসড়া তালিকায় যেভাবে বিভিন্ন নির্বাচনী এলাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে সেটা অত্যন্ত উন্নয়ন।

এর বিরুদ্ধে কংগ্রেস আদালতে যাবে বলে তিনি জানান। অসম জাতীয় পরিষদের নেতা লোরিনজ্যোতি গগৈ তার বক্তব্যে বলেন এই সরকার বরাক এবং ব্রহ্মপুত্রের মধ্যে বিভাজন তৈরি করতে ব রাকে আসন কমিয়ে দিয়েছে। উচ্চ অ সমে ও আসন কমানো হয়েছে। তাই সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এই খসড়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। এই খসড়া তালিকা যে বরাক উপত্যকা তথা অসমের স্বার্থ বিরোধী এই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন সম্পূর্ণ বেআইনিভাবে এ ধরনের একটি ডিলিমিটেশন করতে চলছে সরকার।

বিভিন্ন বক্তা এদিন নির্বাচন কমিশনকে শাসক দলের তলপি বাহক বলে আখ্যায়িত করেন। বিধানসভায় বিরোধী দল উপনেতা রাকিবুল হোসেন তার ভাষনে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার পছন্দমত কাজে লাগিয়েছেন নির্বাচন কমিশনের অফিসারদের। এর বিরুদ্ধে আইনি এবং মাঠে লরাই দুটোই চালানো হবে বলে তিনি মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দিয়ে প্রকাশিত বলেন বরা কের এত বড় সর্বনাশ হয়েছে ।কিন্তু বরাকের বিজেপি নেতারা কোন মন্তব্য করছে না। তিনি বলেন কেউ কেউ জীবিত অবস্থায় মারা যান বিজেপি নেতারাও জীবিত অবস্থায় মৃত।

এই দিনের সবাই উপস্থিতি দিল চোখে পড়ার মতো। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই বার দলীয় কমিটির কাছে পেশ করা হয়। গ্রামের নাগরিকদের পক্ষ থেকে ইয়াসী, ফোরাম ডেমোক্রেটিক রাইট বরাক ভ্যালি মনিপুরী ইউথ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন স্মারক পত্র পেশ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *