ডেঙ্গু দমনে ড্রোনের মাধ্যমে তেল স্প্রে করবে কলকাতা পুরসভা

< 1 - মিনিট |

বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের আগেই প্রায় ১০০ এর কাছাকাছি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ও ডিম দেখা গেলেই মশা মারার তেল স্প্রে করে সেগুলিকে ধ্বংস করা হবে

কে আর সি টাইমস ডেস্ক

এবার ড্রোনের মাধ্যমে তেল স্প্রে করে  ডেঙ্গু মশা ধ্বংস করবে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরভবনে ডেঙ্গু প্রতিরোধের পরিস্থিতি নিয়ে বৈঠকের পর মেয়র পারিষদ(স্বাস্থ্য) তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এমনটাই জানান।

এদিন অতীনবাবু বলেন, “পুরসভার ৩, ৯, ১০, ১২ ও ১৪ এই পাঁচটি বরোতে একটি সংস্থাকে পরীক্ষামূলক ভাবে ড্রোন চালিয়ে মশার উৎস খুঁজে লার্ভা ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছিল। এতে অভাবনীয় ফল হয়েছে”| তিনি আরও বলেন, “শহরের অনেক পরিত্যক্ত বাড়ি, কারখানা আছে যা জলাজঙ্গল ও জঞ্জালে ভরা, কিন্তু স্বাস্থ্যবিভাগের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননা। অনেক বহুতল আছে যাদের ছাদের উপর জলের ট্যাংকের ঢাকনা খোলা থাকে, অনেক বাড়িতেই খোলা চৌবাচ্চা থাকে, কিন্তু সবসময় পুরকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননা।  তাই ড্রোন ব্যবহার করে ওইসব জায়গার প্রকৃত অবস্থা বুঝে নিয়ে ডেঙ্গু দমন করা যাবে”| ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ও ডিম দেখা গেলেই মশা মারার তেল স্প্রে করে সেগুলিকে ধ্বংস করা হবে।

পুরসভা সূত্রে খবর বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের আগেই প্রায় ১০০ এর কাছাকাছি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেপুটি মেয়রের অবশ্য সাফাই, “এখনকার আবহাওয়া ও জলবায়ুতে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হবেন এটা স্বাভাবিক ঘটনা”। তবে শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে বারণ করেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news