এখানে উল্লেখ করা যেতে পারে যে ডেলিমিটেশনের প্রস্তাবে আপত্তি জানানোর 11জুলাই মঙ্গলবার হচ্ছে শেষ দিন
শিলচর – ডেলিমিটেশনের প্রস্তাবে র বিরুদ্ধে অভিযোগ গুলো র নিষ্পত্তি করতে শিলচরে একটি শুনানি কেন্দ্র স্থাপনের দাবি নির্বাচনে কমিশন কার্যত নস্যাৎ করে দিয়েছে। সামাজিক সংগঠন ড এপিজে আবদুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম এই মর্মে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে বলেছিল যে ডেলিমিটেশন প্রস্তাবে রূপায়িত হলে বরাক উপত্যকাই সব চেয়ে বেশি গ্রস্থ হবার আশঙ্কা রয়েছে। কাজেই এই প্রস্তাবের বিপক্ষে যথেষ্ট সংখ্যক আপত্তি পড়বে।
এর পরিপ্রেক্ষিতে ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে মূখ্য নির্বাচন কমিশনারকে একটি ইমেইল পাঠিয়ে বলেছিলেন যে বরাক উপত্যকা ভৌগলিক ভাবে বিচ্ছিন্ন আসামের একটি প্রত্যন্ত এলাকা । আর বর্ষা মরশুমে গুয়াহাটির সঙ্গে এই উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই শিলচরে একটি শুনানি কেন্দ্র স্থাপন করতে হবে।
এই উত্তরে নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি ব্রজেশ কুমার এক ইমেইলে হারাণ বাবুকে জানিয়েছেন যে আগামী 20,ও,21, জুলাই কেবল মাত্র গুয়াহাটিতে অনুষ্ঠেয় শুনানি তে বিভিন্ন জেলার জন্য নির্ধারিত সময়ে অভিযোগ কারী বা তার প্রতি নিধি কে উপস্থিত থাকতে হবে। এর পরও ফোরামের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের কাছে আবার আর্জি জানানো হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে ডেলিমিটেশনের প্রস্তাবে আপত্তি জানানোর 11জুলাই মঙ্গলবার হচ্ছে শেষ দিন।