রাস্তার ধারে একটি নর্দমায় বিভিন্ন ব্যাংকের অসংখ্য এটিএম কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। বিস্মিত ও হতচকিত হয়ে তাঁরা লোকাল থানায় খবর দেন
রাজস্থানের বারান শহরে রাস্তার ধারে একটি ড্রেন থেকে উদ্ধার হল ৩০০ টিরও বেশি এটিএম কার্ড। নর্দমার মধ্যে বুধবার সকালে এতগুলি এটিএম কার্ড পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ। ঘটনাস্থল থেকে কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এখনও ধন্দে পুলিশ।
এদিন সকালে বারান শহরে রাস্তার ধারে একটি নর্দমায় বিভিন্ন ব্যাংকের অসংখ্য এটিএম কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। বিস্মিত ও হতচকিত হয়ে তাঁরা লোকাল থানায় খবর দেন। ঘটনাস্থলে এসে কার্ডগুলি উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে এদিন পুলিশের এক কর্তা জানিয়েছেন, “তদন্তের স্বার্থে কার্ডগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের মিলিয়ে মোট ৩০০-টির বেশি এটিএম কার্ড পাওয়া গিয়েছে ওই ড্রেন থেকে।” তবে, কোথা থেকে একসঙ্গে এতগুলি কার্ড এল, কার্ডগুলি আদৌ বৈধ কিনা, অথবা কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেবিষয়ে এখনও ধন্দে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।