তমলুকে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হল স্কুল কর্তৃপক্ষের হাতে

< 1 - মিনিট |

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলাশাসকের দফতর থেকে জেলার ৬৬টি স্কুল কর্তৃপক্ষের হাতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়

কে আর সি টাইমস ডেস্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার স্কুলগুলির হাতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হল৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলাশাসকের দফতর থেকে জেলার ৬৬টি স্কুল কর্তৃপক্ষের হাতে স্যানেটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়। এদিন মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (সাধারন) শর্মিষ্ঠা ব্যানার্জী, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু কুমার পৌরাণিক সহ অন্যান্যরা। মেয়েরা যাতে তাদের সমস্যার দিনগুলিতে কোন রকম অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ রাজ্যের৷ কন্যাশ্রী মেয়েদের সুস্থ থাকার জন্য ও আধুনিক চিন্তাভাবনার সাথে খাপ খাওয়ানোর জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news