তাপপ্রবাহের দাপট জারি, তীব্র দাবদাহে নাজেহাল মহানগরী ও শহরতলি

< 1 - মিনিট |

বিগত কয়েক বছরের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

বিগত কয়েক বছরের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। এ বছর কলকাতায় তাপপ্রবাহের হানাদারি রোখাই যাচ্ছে না কিছুতেই। প্যাচপ্যাচে গরমে নাজেহাল জীবন। তাপপ্রবাহের দাপটে নাজেহাল শহর ও শহরতলি। অত্যধিক গরম থেকে কবে মুক্তি পাওয়া যাবে, আপাতত সেই অপেক্ষায় তিলোত্তমার মানুষজন। এমনিতেই গরমের দহনজ্বালা, তার উপরে আর্দ্রতাজনিত অস্বস্তি। দু’য়ে মিলিয়ে দক্ষিণবঙ্গের প্রাণ যেন ওষ্ঠাগত। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

তবে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সাময়িক স্বস্তি মিললেও, ফের চড়বে পারদ। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অত্যধিক গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ভোগান্তি বেশি মূলত শিশু ও বৃদ্ধ-বৃদ্ধার। শহরের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। উৎকট গরমের কারণে কিছু ঠাণ্ডা পানীয়, বিশেষ করে তরমুজ জাতীয় ফল, পাকা বেল, পাকা পেঁপে ডাব, আখের রস, ছাতা ও রোদ চশমার চাহিদা এখন বেশি। ফলে সেই সব পন্যের বাজারদরও বেশ কিছুটা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news