দিন জুড়েই আকাশ মেঘলা থাকবে এবং বিকেল থেকে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি
মনোরম আবহাওয়াতেই বুধবার সকালে ঘুম ভাঙল দিল্লিবাসীর। হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও মেঘলা আকাশ তাপমাত্রা কমিয়ে দিয়েছে অনেকটাই। এদিন রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মরশুমের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি কম। সরকারিভাবে সফদরজং আবহাওয়া দফতর সূত্রের খবর, গোটা দিন জুড়েই আকাশ মেঘলা থাকবে এবং বিকেল থেকে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি।
আবহাওয়া দফতরের এক কর্তা জানান, দিল্লির বাতাসে এদিন আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার সঙ্গে আকাশ মেঘলা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে, আগামী ২৪ জুন ধেয়ে আসতে পারে প্রবল ঝড়, যার প্রভাবে ২৫ জুন থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন ওই কর্তা। উল্লেখ্য, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস