তীব্র গরম থেকে স্বস্তি,সকাল সকাল কাকভেজা তিলোত্তমা

< 1 - মিনিট |

প্রবল গরমে নাজেহাল হয়ে উঠেছিলেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষজন| অবশেষে দহণজ্বালা থেকে স্বস্তি| শুক্রবার বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান| গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা| তবে, বিগত কয়েকদিন ধরে কলকাতা ও শহরতলিতে বৃষ্টি হয়নি, তা মোটেও বলা যাবে না| কখনও কখনও বৃষ্টি ও দমকা হাওয়া মিলেছে বটে| কিন্তু, তাতে গরম থেকে স্বস্তি মিলছিল না| কিন্তু, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও মেঘলা আকাশ তীব্র গরম থেকে স্বস্তি দিয়েছে শহরবাসীকে| শুধু কলকাতা নয়, প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজেছে কলকাতা সংলগ্ন জেলাগুলিও| গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের মধ্যেই দিন কাটাতে হচ্ছিল দক্ষিণবাসীকে| গরমের দহনে জ্বলছিল শহর ও শহরতলি| প্রবল গরমে নাজেহাল হয়ে উঠেছিলেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষজন| অবশেষে দহণজ্বালা থেকে স্বস্তি| শুক্রবার বৃষ্টিতে ভিজল তিলোত্তমা|

শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ পাশ্ববর্তী অঞ্চলের আকাশ ছিল মেঘলা| সকাল সাড়ে ন’টার পর থেকেই শুরু হয় বৃষ্টি| খুব জোরে না হলেও, সামান্য বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে শহরবাসী| আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষেই বর্ষার আগমণ হতে পারে দক্ষিণবঙ্গে| ক্রমে সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু| সপ্তাহের শেষে মিলবে স্বস্তির বৃষ্টি| সরকারিভাবে উত্তরবঙ্গে বর্ষার আগমণ হয়েছে| কিন্তু, দক্ষিণবঙ্গে এখনও সেভাবে দেখা নেই বৃষ্টির| আবহাওয়ার এই খামখেয়ালিপনায় নাভিশ্বাস দক্ষিণবঙ্গের মানুষজন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news