তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় কার্যালয়গুলোতে উপযুক্ত সংখ্যায় মনোনীত না করায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল স্বাস্থ্য সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ

< 1 - মিনিট |

রাজ্য শ্রম কল্যাণ বিভাগ নিম্ন পর্যায়ের প্রদেশ স্থানীয় প্রার্থী নিয়োগের বিষয়ে নীতি নিয়ম গুলো খতিয়ে দেখছে

প্রকৃতি নিউজ কনসার্ন

বরাক উপত্যকার রাজ্য সরকারের কার্যালয় গুলো তে স্থানীয় প্রার্থীদের যথো উপযুক্ত সংখ্যায় নিয়োগের জন্য মনোনীত না করায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী মেমোরিয়াল স্বাস্থ্য সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এই মর্মে পরিষদ সভাপতি হারাণ দে সাংবাদিকদের জানান যে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় কার্যালয়গুলোতে গত কয়েক বছর ধরে বরাকের প্রার্থীদের বঞ্চিত হবার বিষয়টি প্রধানমন্ত্রী নজরে আনা হয় ।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে আসামের মুখ্য সচিব কে পত্র দেওয়া হলো। রাজ্য শ্রম কল্যাণ বিভাগ নিম্ন পর্যায়ের প্রদেশ স্থানীয় প্রার্থী নিয়োগের বিষয়ে নীতি নিয়ম গুলো খতিয়ে দেখছে । উল্লেখ্য যে গত কয়েক বছর ধরে বরাকের তৃতীয় চতুর্থ শ্রেণীর প্রদেশ স্থানীয় প্রার্থীদের বঞ্চনার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিতে পরিষদ গত মাসে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানিয়েছে ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news