গত ১২ জুন দুপুর ১টা ২৫ মিনিটে পশ্চিম সিকিমের ৬০১০ মিটার উচ্চতার এই শৃঙ্গের শীর্ষে পা রাখেন প্রিমিয়র মাউন্টেনারিং ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে পবর্তারোহণের প্রাথিমক কোর্স সম্পন্ন করা বাংলার এই দুই ছাত্রী
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মাউন্ট তেনচেনখাং শৃঙ্গ জয় করলেন দার্জিলিং সরকারি কলেজের ৪ বেঙ্গল গার্লস ব্যাটিলিয়নের ক্যাডেট ফুরদিকি শেরপা ও দুর্গাপুর মহিলা কলেজের ৫ গার্লস ব্যাটিলিয়নের সরস্বতী সিং।এনিসিসি পশ্চিমবঙ্গ ও সিকিম ডাইরেক্টরেটের অধীনে অভিযান চালিয়ে গত ১২ জুন দুপুর ১টা ২৫ মিনিটে পশ্চিম সিকিমের ৬০১০ মিটার উচ্চতার এই শৃঙ্গের শীর্ষে পা রাখেন প্রিমিয়র মাউন্টেনারিং ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে পবর্তারোহণের প্রাথিমক কোর্স সম্পন্ন করা বাংলার এই দুই ছাত্রী। এ+ গ্রেডের এই শৃঙ্গ আরোহণ করার ক্ষেত্রে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় পবর্তারোহীদের। প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পাওয়া খুবই কঠিন বিষয় কিন্তু এনসিসির দলটি প্রথম প্রচেষ্টাতেই শৃঙ্গ জয় করে অসাধ্য সাধন করেছে, এটা বলাই যায়।