তের দিনের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ধরনের জোট সামগ্ৰি সহ সেলাই এর কাজ হাতে কলমে শিখিয়েছেন আরসেটির ডমেন স্কিল ট্রেইনার শীবানি দেবী ও শ্রীমতী গৌরি দাস
শিলচর : ভারত সরকারের গ্ৰাম উন্নয়ন মন্ত্রণালয় ও রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামউন্নয়ন মন্ত্রণালয় সহ ডে এনআরএলএম এর স্কিল ও এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট এর অভিলাষী প্রকল্প হচ্ছে আরসেটি প্রশিক্ষণ কেন্দ্র। সমগ্ৰ দেশের মধ্যে প্রতিটি জিলায় লিড বেংক তথা অগ্ৰনী বেংক দ্ধারা পরিচালিত হচ্ছে আরসেটি তথা গ্ৰামীন স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প।
আর বরাক উপত্যকার লিড বেংক তথা পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড়ে চলতি মাসে মেগা স্কিল ও এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম সহ ক্রেডিট লিংকেজ ড্রাইব প্রোগ্ৰাম এর আওতায় তের দিনের জোট প্রডাক্ট তৈরি উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপন হয়েছে বরিবার শিলচর ন্যাশনেল হাইওয়ের পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ে। এই তের দিনের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ধরনের জোট সামগ্ৰি সহ সেলাই এর কাজ হাতে কলমে শিখিয়েছেন আরসেটির ডমেন স্কিল ট্রেইনার শীবানি দেবী ও শ্রীমতী গৌরি দাস।
এছাড়া ইডিপি প্রশিক্ষণ প্রদান করেন আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য ও আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর এ সফল সমাপনী হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় পক্ষ মূল্যায়ন নিয়েছেন ডমেন এসেসর কল্যানি দেব এবং ইডিপি এসেসর সামিনা ইয়াসমিন মজুমদার।
সমাপ্তি অনুষ্ঠানে পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য বক্তব্য রাখতে গিয়ে বলেন , সমাজে পুরুষ ও মহিলা দুই চালিকা শক্তি তাই মহিলা কে পিছনে ফেলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে না তাই সব ক্ষেত্রেই মহিলাদের এগিয়ে দিতেই হবে আর তার অঙ্গ হিসেবে আরসেটি তথা গ্ৰামীন স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র এর বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় মহিলাদের অগ্ৰাধিকার দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরসেটি কাছাড় থেকে প্রশিক্ষণ নেওয়া সফল নারী উদ্যোক্তা শ্রীমতী সুনালি লস্কর সহ শিবানী দেবী ও গৌরী দাস। সভা সঞ্চলন করেন আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী। তিনি বলেন, স্বল্প পুঁজির অন্যতম একটি ব্যবসা হল পাটের ব্যাগ ও অন্যান্য সামগ্রী তৈরীর ব্যবসা। তাই এই ব্যবসা করে খুব অল্প সময়ে স্বাবলম্বী হতে পারবেন ট্রেইনিরা। বর্তমানে দেশ ও বিশ্ব বাজারে পাটের চাহিদা রয়েছে। পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি মানুষের ঝোঁক রয়েছে।
তাই অল্প পুঁজি বিনিয়োগে পাটের তৈরি সামগ্রী ও ব্যাগের ব্যবসা করে লাভবান হতে আরসেটি কাছাড় সব সময় সহযোগিতা করবে বলে জানিয়েছেন আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি শাহেদ চৌধুরী। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এসডিএও ড রনজিৎ সরকার।
KRC TIMES | Promotional