তোমার মতো সাহস অনেক কম মানুষেরই আছে, রাহুলের সিদ্ধান্তকে স্বাগত প্রিয়াঙ্কার

< 1 - মিনিট |

প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘তুমি যা করে দেখাল, সেই সাহসের কম মানুষেরই আছে| তোমার এই সিদ্ধান্তের জন্য গভীর সম্মান|’

কে আর সি টাইমস ডেস্ক

রাহুল গান্ধী এখন শুধুই কংগ্রেসের সদস্য এবং লোকসভার সাংসদ| খোলা চিঠিতে বুধবারই কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন সোনিয়া গান্ধী পুত্র রাহুল গান্ধী| মাইক্রোব্লবগিং সাইট টুইটার থেকেও ‘কংগ্রেস সভাপতি’ শব্দটি মুছে ফেলেছেন রাহুল| রাহুলের এই সিদ্ধান্তের জন্য তাঁকে কুর্নিশ জানালেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী | বৃহস্পতিবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘তুমি যা করে দেখাল, সেই সাহসের কম মানুষেরই আছে| তোমার এই সিদ্ধান্তের জন্য গভীর সম্মান|’

টুইটে খোলা চিঠিতে রাহুল গান্ধী লিখেছিলেন, ‘সভাপতি হিসেবে ভোটের দায় আমার| দলের বৃদ্ধির জন্য দায়বদ্ধতা জরুরি| তাই আমি পদাত্যগ করছি|’ তবে অনেকেই মনে করছেন, রাহুল আবার ফিরে আসতে পারেন কংগ্রেস সভাপতি হয়ে| তাঁদের মধ্যে অন্যতম হলেন ফারুক আবদুল্লা| এখন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ঠিক করা ও নতুন সভাপতি নির্বাচন করা সময়ের অপেক্ষা|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news