ত্রিপুরা থেকে চা আমদানির আশ্বাস হাসিনার, জানান মুখ্যমন্ত্রী বিপ্লব

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর দফতর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অনুরোধ করেন ত্রিপুরার চা কেনার জন্য। কারণ রাজ্যে এখন ভালো মানের চা উৎপাদিত হয়।

কে আর সি টাইমস ডেস্ক

ত্রিপুরা থেকে বাংলাদেশে চা আমদানির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই এ-কথা সবাইকে জানান। তিনি বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্বপ্ন দেখেছিলেন আধুনিক ত্রিপুরার। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার চা শিল্পে ব্যাপক উন্নতি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চা বাগানের মালিকরা তাঁকে জানিয়েছিলেন, তাঁরা বাগান পরিচালনা করতে পারছেন না। শ্রমিকদের মজুরি দেওয়াও কষ্টকর হচ্ছে। এই অবস্থায় তাঁরা কী করবেন ভেবে সরকারের সহযোগিতা চেয়েছিলেন। পরবর্তীতে সরকার সহযোগিতা করায় এখন তাঁরা উন্নতমানের চা পাতা উৎপাদন করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাঁচ হাজার টাকা প্রতি কেজি এবং ১০ হাজার টাকা প্রতি কেজি মূল্যের চা উৎপাদন করছেন। এমন-কি ৫০ হাজার টাকা প্রতি কেজি মূল্যের হোয়াইট চা-র পাতাও ত্রিপুরা রাজ্যের কারখানায় এখন তৈরি হচ্ছে, যা সব জায়গায় তৈরি হয় না।
তিনি জানান, গত সোমবার বিশেষ সূত্রে তাঁর কাছে খবর আসে, বাংলাদেশ ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন চা আমদানি করবে। এই খবর শুনে তিনি সঙ্গে সঙ্গে তাঁর দফতর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অনুরোধ করেন ত্রিপুরার চা কেনার জন্য। কারণ রাজ্যে এখন ভালো মানের চা উৎপাদিত হয়। এই কথা শুনে শেখ হাসিনা তাঁকে ফোনেই আশ্বাস দিয়েছেন, তাঁদের দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেবেন ত্রিপুরা থেকে চা আমদানির বিষয়টি দেখার জন্য। মুখ্যমন্ত্রীর আশা, খুব দ্রুত ত্রিপুরা থেকে বাংলাদেশে চা রফতানি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news