প্রায় দেড়শো জন বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ এদের মধ্যে ৬০ জন ওরেল ও ২০ জনকে বেস্ট ক্যান্সারের স্ক্যানিং করা হয়েছে
শিলচর : শুক্রবার দুপুর দুইটা থেকে শিলচর রেড ক্রস সোসাইটির শিলচর শাখার বিল্ডিংয়ে থাউজেন্ড সায়ন্তন সংস্থার ব্যবস্থাপনায় প্রয়াত সায়ন্তন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই মেগা স্বাস্থ্য শিবিরে প্রায় দেড়শো জন বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ এদের মধ্যে ৬০ জন ওরেল ও ২০ জনকে বেস্ট ক্যান্সারের স্ক্যানিং করা হয়েছে এতে সহযোগিতায় ছিলেন শিলচর রেডক্রস সোসাইটি ও শিলচর টাটা ক্যান্সার সেন্টারের চিকিৎসক সহ ডাঃ সম্ভুদ্ধ ধর, ডাঃ রাজকুমার ভট্টাচার্য্য, ডাঃ অপরাজিত কর, ডাঃ জিনিয়া দেব, ডাঃ অপরাজিতা চক্রবর্তী, ডাঃ দেবানন্দ চৌধুরী, ডাঃ পিয়াঙ্কা দেব, ডাঃ সৌগত রায়, ডাঃ পার্থ প্রতিম রায় প্রমূখেরা।
সহযোগিতায় ছিলেন সমাজ কর্মী সুজিত দেব, বিনায়ক ভট্টাচার্য্য, আদিত্য চৌধুরী, রত্নদ্বীপ ধর সহ আরো অন্যান্যরা।