দক্ষিণ শালমারার ভারত-বাংলা সীমান্তে ফের ১৫টি গরু উদ্ধার

< 1 - মিনিট |

গরু পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিএসএফ

কে আর সি টাইমস ডেস্ক

দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত দক্ষিণ শালমারা থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বৃহস্পতিবার ফের ১৫টি গরু উদ্ধার করেছে বিএসএফ।

জানা গেছে, জেলার দক্ষিণ শালমারা থানাধীন চৌকিরচর বিএসএফ ক্যাম্প এলাকার নদী সীমান্তে টহলের সময় সীমান্ত রক্ষীরা বৃহস্পতিবার ভোররাত প্রায় ৩-টা নাগাদ গরুগুলি উদ্ধার করেছেন। তবে গরু পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিএসএফ। উদ্ধারকৃত ১৫টি গরু পরে বালাডোবা খোয়াড়ে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৮ জুলাই দক্ষিণ শালমারা মানকাচর জেলার বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত থেকে ৬৭টি গরু উদ্ধার করার পাশাপাশি তিন তস্করকে গ্রেফতার করা হয়েছিল। এর পর ২৯ সেপ্টেম্বর বারোটি গরু বোঝাই একটি ট্রাক-সহ দুই পাচারকারীকে আটক করেছিল বাজা‌রিছড়া পুলিশ। এভাবে ২৯ সেপ্টেম্বর মণিয়ারখাল চা বাগান থেকে ছয় চোর-সহ তিনটি গরু, ১৯ অক্টোবর গুয়াহাটির জোড়াবাটে পাঁচটি লরি থেকে ৭৮টি, ২১ অক্টোবর নগাঁও জেলার বেবেজিয়ায় ৪৮টি, ২৩ অক্টোবর নগাঁও জেলার রুপহিহাট থেকে কাছাড় জেলার বাসিন্দা এক আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতারের পাশাপাশি তার কবল থেকে ৮২টি গরু উদ্ধার করা হয়েছিল। এভাবে ২৫ অক্টোবর মি‌জোরাম থে‌কে ত্রিপুরায় পাচা‌রের পথে ২৭টি গরু বোঝাই ট্রাক-সহ দুই তস্কর ধরা পড়েছিল করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন রাঙামা‌টি পু‌লিশ ফাঁড়ির বা‌লি‌পিপলায়। এর পর ৮ নভেম্বর নিম্ন অসমের ধুবড়ি জেলার দক্ষিণ শালমারা থানা এলাকার ভারত-বাংলাদেশ নদী সীমান্ত থেকে ফের সীমান্ত সুরক্ষা বাহিনী ২৫টি গরু উদ্ধার করেছিল। তবে রহস্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে বিএসএফ-এর হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গরু পাচারকারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news