বে রোমিও চালু হওয়ায় কলকাতা বিমানবন্দরের রানওয়েতে আরও বেশি বিমান ওঠানামা করতে পারবে।
কলকাতার দমদম বিমানবন্দরে চালু হচ্ছে নতুন ট্যাক্সি বে রোমিও। তাতে রানওয়ে খালি করতে সময় লাগবে মাত্র ৪২ সেকেন্ড। আগে লাগত আড়াই মিনিটের বেশি।
বে রোমিও চালু হওয়ায় কলকাতা বিমানবন্দরের রানওয়েতে আরও বেশি বিমান ওঠানামা করতে পারবে। কলকাতা বিমানবন্দরে অব্যবহৃত ছিল র্যাপিড ট্যাক্সি বে। এবার ওই ট্যাক্সি বে ব্যবহারের অনুমতি দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। নতুন এই ট্যাক্সি বে-র নাম রোমিও। এর জেরে রানওয়ে দ্রুত খালি করা যাবে। তাই আরও বেশি বিমান ওঠানামা করতে পারবে । আগে রানওয়েতে বিমান নামার পর খালি করতে সময় লাগত আড়াই মিনিট। এখন রানওয়েতে বিমান নামার পর খালি করতে সময় লাগবে ৪২ সেকেন্ড । রানওয়েতে বিরাটির দিক থেকে নামা বিমানগুলো এই সুবিধা পাবে । এখন বিমানবন্দরের থেকে প্রতি ঘণ্টায় ৩৫ বিমান ওঠানামা করে।