বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্থা বিদ্যাসাগরের উপরে সমবেত কণ্ঠে একটি সঙ্গীতের সিডি প্রকাশ করে।
‘দর্পণ’ বরাক উপত্যকার শিলচর শহরের একটি সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংস্থা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত এই সংস্থা প্রতি বছরেই বিদ্যাসাগরের জন্মদিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালন করে থাকে। এই বছরেও সংস্থা ‘এরা আমাদের’ নামে একটি এনজিও দুঃস্থ ও আবাসিক শিশুদের প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করে।
এছাড়া পথচারীদের খিচুড়ী খাওয়া দুঃস্থ ও অসুস্থ শিল্পীদের সাহায্য করা। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলা রচনা প্রতিযোগিতা ব্যবস্থা করা এবং নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করে। আগামী বছর বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্থা বিদ্যাসাগরের উপরে সমবেত কণ্ঠে একটি সঙ্গীতের সিডি প্রকাশ করে।