আগুন লাগে তিন-তলা আবাসিক তথা বাণিজ্যিক বহুতলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কাপড়ের গোডাউনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবাসিক বহুতল। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ ৯ জনের।
ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। এবার ভয়াবহ আগুন লাগল উত্তর-পশ্চিম দিল্লির কিরারী এলাকায় অবস্থিত একটি তিন-তলা আবাসিক তথা বাণিজ্যিক বহুতলে। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে তিন-তলা আবাসিক তথা বাণিজ্যিক বহুতলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কাপড়ের গোডাউনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবাসিক বহুতল। বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ ৯ জনের। এছাড়াও কমপক্ষে ৩ জন আহত ও জখম হয়েছেন। পুলিশ ও দমকল সূত্রের খবর, রবিবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ কিরারী এলাকায় অবস্থিত একটি তিন-তলা আবাসিক তথা বাণিজ্যিক বহুতলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। গোডাউনের ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বহুতলের দো-তলার একাংশও ভেঙে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল সূত্রের খবর, দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সোমবার ভোর ৩.৫০ মিনিট নাগাদ আগুন আয়ত্তে এলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তিনটি শিশু-সহ ৯ জনকে। এছাড়াও ৩ জন আহত ও জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে মৃতদের নাম হল-রামচন্দ্র ঝা (৬৫), সুদারিয়া দেবী (৫৮), সঞ্জু ঝা (৩৬), উদয় চৌধুরী (৩৩), উদয়ের স্ত্রী মুসকান (২৬), উদয় ও মুসকানের সন্তান অঞ্জলি (১০), আদর্শ (৭) এবং তুলসী (৬ মাস)। আহত তিনজনের নাম হল-পূজা (২৬), এবং তাঁর মেয়ে আরাধ্যা (৩) এবং সৌম্য (১০)। পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডের সময় পূজার স্বামী অমরনাথ ঝা (বহুতলের মালিক) হরিদ্বারে ছিলেন।