রাজ্যে সমস্ত সরকারি বাস ও মেট্রোয় মহিলা যাত্রীদের বিনা টিকিটে যাতায়াতের বন্দোবস্ত করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল
রাজ্যে সমস্ত সরকারি বাস ও মেট্রোয় মহিলা যাত্রীদের বিনা টিকিটে যাতায়াতের বন্দোবস্ত করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করলেন তিনি। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। কেজরিওয়ালের মতে, বেশি ভাড়ার জন্য যে সমস্ত পরিবহণে মহিলারা চড়তে পারেন না, এবার সেগুলি তাঁরা ব্যবহার করতে পারবেন।
দিল্লিতে সরকারি বাসের সংখ্যা দেশের যে কোনও শহরের তুলনায় বেশি। সব রুটেই সরকারি বাসের আধিক্য রয়েছে। দিল্লির সরকারের পরিবহণ দফতরের অধীনেই সেই বাস চলাচল করে। প্রতিদিন মহিলা যাত্রীর সংখ্যাও কয়েক লক্ষ। একই ভাবে দিল্লি মেট্রোতে প্রতিদিন মহিলা যাত্রীর সংখ্যা প্রচুর। তবে একইসঙ্গে ভর্তুকি-যুক্ত টিকিট নেওয়া বাধ্যতামূলক করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘অনেক মহিলারাই সব ধরনের পরিবহণে টিকিট কাটতে আর্থিক ভাবে সক্ষম। তাঁরা চাইলে টিকিট কাটতেই পারবেন। আমরা বরং তাঁদের উৎসাহিত করব।’
এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লির মুখ্যমন্ত্রীর মতে, ‘আধিকারিকদের এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন ও মেট্রোতে কীভাবে এবং কবে এই ব্যবস্থা চালু করা যাবে, তা নিয়ে আধিকারিকরা রিপোর্ট দেবেন। দু’তিন মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করতে চাইছি আমরা।’ সাংবাদিক বৈঠকে জানান অরবিন্দ কেজরিওয়াল। সরকারি একটি সূত্রের হিসাবে, দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে সরকারি কোষাগারে বছরে সাতশ কোটি টাকার ধাক্কা লাগতে পারে।