দীঘায় বেড়াতে এসে ঘোড়ার কামড় খেয়ে বাড়ি ফিরতে হল অবশেষে

< 1 - মিনিট |

দিঘায় বেড়াতে এসে বিপত্তির মুখে পড়তে হল কলকাতার নরেন্দ্রপুরের বাসিন্দাকে

কে আর সি টাইমস ডেস্ক

দিঘায় বেড়াতে এসে যে এমন বিপত্তির মুখে পড়তে হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি কলকাতার গড়িয়ার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা শুভ সরকার।

পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল শুভ। রবিবার বিকেল নাগাদ দিঘার ব্লু ভিউ ঘাটে পরিবারের সবার সঙ্গে সমুদ্রের পাড়ে বসেছিল শুভ। সেই সময় আচমকাই একটি ঘোড়া এসে তাঁর পিঠে কামড় বসিয়ে দেয়।

প্রচন্ড যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে ছেলেটি। এভাবে ঘোড়া কাউকে কামড়েছে তা মনে করতে পারছেন না কেউই। কিন্তু কেন এমন ঘটল তা নিয়ে বিস্মিত সকলেই।

এই ঘটনার পরেই স্থানীয়রা শুভকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাঁর পিঠে বেশ খানিকটা জায়গা দগদগে হয়ে গিয়েছে। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ ছেলেটি। তাঁর অভিযোগ, ঘোড়ার মালিক সাবধান হলে হয়তো এমনটা হতো না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news