উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশন ধর্মনগর-আগরতলা-উদয়পুর-সাব্রুম রুটে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷
ত্রিপুরায় দীপাবলি উপলক্ষ্যে বিশেষ ট্রেন দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশন ধর্মনগর-আগরতলা-উদয়পুর-সাব্রুম রুটে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের দেওয়া তথ্য অনুসারে সময়সূচি অনুযায়ী এই দিনগুলিতে ধর্মনগর-আগরতলা-উদয়পুর স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৬-টায় ধর্মনগর থেকে ছাড়বে এবং এটি আগরতলা এসে পৌঁছবে রাত ১০টায়৷ রাত ১০টা ৫ মিনিটে ট্রেনটি আগরতলা থেকে রওয়ানা দিয়ে ১১টা ৫ মিনিটে উদয়পুর গিয়ে পৌঁছবে৷ অন্যদিকে উদয়পুর-আগরতলা-ধর্মনগর স্পেশাল ট্রেনটি উদয়পুর থেকে ছাড়বে সকাল ৫টা ৩০ মিনিটে এবং আগরতলা এসে পৌঁছবে ৬টা ৩০ মিনিটে৷ আগরতলা থেকে ট্রেনটি সকাল ৭টায় রওয়ানা দিয়ে ধর্মনগর গিয়ে পৌঁছবে সকাল ১১টায়৷ এই বিশেষ ট্রেন কুমারঘাট, মনু, আমবাসা, তেলিয়ামুড়া এবং জিরানিয়ায় ২ মিনিটের জন্য এবং ধর্মনগর থেকে উদয়পুরের মধ্যে অবশিষ্ট ষ্টেশনগুলিতে ১ মিনিটের জন্য দাঁড়াবে৷
এছাড়া দীপাবলি উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার দিকে নজর রেখে ০৭৬৮১ ট্রেনটি ২৭ এবং ২৯ অক্টোবর রাত ১১টায় সাব্রুম থেকে ছেড়ে উদয়পুর পৌঁছবে রাত ১১টা ১৫ মিনিটে৷ এই ট্রেনটি আগরতলা এসে পৌঁছবে রাত ১২টা ৩০ মিনিটে৷ উল্লেখ্য ০৭৬৮১ নম্বর ট্রেনটি নিয়মিতভাবে সাব্রুম-আগরতলা রুটে চলাচল করে৷