দীর্ঘ প্রতিশ্রুতির পর আজও অসম্পূর্ণ গ্ৰামীন সড়কের সমস্যা, ভূগছেন দীননাথপুর ১১ নং বাগিচার স্থানীয় জনসাধারণ

< 1 - মিনিট |

এমনকি স্কুলের ছাত্র ছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিষন অসুবিধা হয়।

অজিত দাস

কাঠিগড়া সমষ্টির গড়েরভিতর গাঁও পঞ্চায়েতর অন্তর্গত গ্ৰামীন সড়ক নিয়ে ভূগছেন দীননাথপুর ১১ নং বাগিচার স্থানীয় জনসাধারণ। দীর্ঘদিন ধরে এদেরকে ভূয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্থা নির্মাণ করা হবে বলে কিন্তু বাস্তবে কোন কিছু নেই।

গ্ৰাম উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার কোটি কোটি অর্থ বরাদ্দ করেছে যদিও সঠিকভাবে কাজ করা হচ্ছে না এই এলাকায়। ১১ নং দীননাথপুর বাগিচা এলাকায় বিভিন্ন জন গোষ্টীর লোকজন রয়েছেন বিশেষ করে বর্ষার সময় রাস্থা দিয়ে চলাচল করতে স্থানীয়দের বিষন অসুবিধার সম্মুখীন হতে হয়।

এমনকি স্কুলের ছাত্র ছাত্রী সহ অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিষন অসুবিধা হয়।

দিনের পর দিন এলাকার স্থানীয়দের ভূয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাস্থা নির্মাণের ক্ষেত্রে, আজ সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে স্থানীয়রা জানান বৃহৎতর এলাকার মানুষ উপকৃত হবে এই রাস্থা নির্মাণ করা হলে, তাই অতি সত্ত্বর রাস্তাটি নির্মাণ করার জন্য শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন।

Promotional | Connect with KRC Foundation

www.krcfoundation.org | info@krcfoundation.org
Brain Vision | KRC TIMES | InfoCom Diary | Placements |Barak Festival

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *