দীর্ঘ প্রতীক্ষার অবসান, পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির

< 1 - মিনিট |

দীর্ঘ ছ’মাসের প্রতীক্ষার অবসান| অবশেষে পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা|

কেদারনাথ মন্দিরের দরজা|

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ ছ’মাসের প্রতীক্ষার অবসান| অবশেষে পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা| শুভ অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ গত মঙ্গলবার থেকে পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের প্রবেশদ্বার| আর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হল কেদারনাথ মন্দিরের দরজা| বৃহস্পতিবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা|

৯ মে থেকে আগামী ছ’মাস কেদারনাথ মন্দিরেই ভগবান শিবের পুজো হবে| দেশ-বিদেশ থেকে আগাত পুন্যার্থীরা আগামী ছ’মাস কেদারনাথ মন্দিরে ভগবান শিবের আশীর্বাদ নিতে পারবেন| এদিন কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত হওয়ার সময় পাঁচ হাজারেরও বেশি পুন্যার্থী মন্দির চত্বরে উপস্থিত ছিলেন| বৃহস্পতিবার ভোর চারটে থেকেই কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করার প্রস্তুতি শুরু হয়ে যায়| এরপর ঘড়ির কাঁটায় সকাল তখন ৫.৩৫ মিনিট হবে, পুন্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা| সকাল ছ’টা পর্যন্ত  মন্দিরের ভিতরে বিশেষ পূজাচর্না হয়| তারপর ছ’টা নাগাদ মন্দিরের প্রধান দরজাও খুলে দেওয়া হয়| এদিন কেদারনাথ মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত হওয়ার সময় উপস্থিত ছিলেন কেদারনাথ ধাম-এর পুরোহিতরা, হরিদ্বারের সাংসদ রমেশ পোখরিয়াল, তীর্থ পুরোহিত শ্রীনিবাস পোস্তী, মন্দির সমিতির মুখ্য কার্যাধিকারি  বি ডি সিং প্রমুখ|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news