দীর্ঘ সময় অতিক্রান্ত : এখনও নিখোঁজ বায়ুসেনার এএন-৩২ বিমান, খোঁজ নেই ১৩ জনের

< 1 - মিনিট |

সোমবার দুপুর একটা থেকে মঙ্গলবার সকাল আটটা, দীর্ঘ সময় অতিক্রান্ত। অথচ এখনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান

কে আর সি টাইমস ডেস্ক

সোমবার দুপুর একটা থেকে মঙ্গলবার সকাল আটটা, দীর্ঘ সময় অতিক্রান্ত। অথচ এখনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। নিখোঁজ রয়েছেন বিমানে থাকা পাইলট, সহকারী পাইলট-সহ আট জন বিমানকর্মী ও বায়ুসেনার আরও পাঁচ জন কর্মী। সবমিলিয়ে মোট ১৩ জন-সহ নিখোঁজ বায়ুসেনার এএন-৩২ বিমান। বিমানটির সন্ধানে বায়ুসেনার সি-১৩০ জে ও এএন-৩২ বিমান, দু’টি এমআই-১৭ হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ধ্রুব হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সোমবার দুপুর ১২.২৭ মিনিটে অসমের যোরহাট থেকে উড়েছিল বায়ুসেনার এএন-৩২ বিমানটি। বেলা একটার পর থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অরুণাচলে চিন সীমান্তের কাছে নিখোঁজ হয়ে যায় এএন-৩২ বিমান। বিমানে ছিলেন পাইলট, সহকারী পাইলট-সহ আট জন বিমানকর্মী ও বায়ুসেনার আরও পাঁচ জন কর্মী। মঙ্গলবার সকাল পর্যন্ত বিমানটির কোনও খোঁজ নেই। সময় যত বাড়ছে, উৎকণ্ঠাও ততই বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news