শিলচর রেল ষ্টেশনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শিলচর : দেশ বিভাগের বিভীষিকা স্মরন দিবস পালন উপলক্ষ্যে সোমবার শিলচর রেল ষ্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একটি সভার আয়োজন করা হয়। বদরপুর রেল কর্তৃপক্ষের উদ্যোগে এবং রেলওয়ে ভারত সাকউট ও গাইভের সহায়তায় এ উপলক্ষ্যে আয়োজিত সভায় স্বাধীনতা সংগ্রামী নন্দ লাল দত্তের পুত্র নৃপেন্দ্র লাল দত্তকে সংবর্ধনা জানানো হয়।
সভায় বদরপুর রেলওয়ে স্কুলের অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র নাথ ,বরিষ্ঠ নাগরিক জ্ঞানেন্দ্র নাথ লস্কর ও শিলচর রেলওয়ে পেনসন সংস্থার সভাপতি রঞ্জিত কুমার সেন ভাষন দেন।। তাঁরা দেশ বিভাগের বিভীষিকা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। এতে রেলওয়ের চীফ ওয়েলফেয়ার ইন্সপেক্টর প্রানতোষ দত্তও বক্তব্য রাখেন।