বর্তমানে ধৃতদের বিরুদ্ধে তদন্ত জারি রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ
ধলাই : সমগ্র রাজ্যে অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আসাম পুলিশ।শনিবার দিনে কাছাড় পুলিশের ধলাই থানার কর্তব্যরত পুলিশের হাতে ধরা পড়লো ছয়’শো গ্রাম ব্রাউন সুগার ।
ধলাইর রামপ্রসাদপুর এলাকাতে দাড়িয়ে থাকা AS 01-8747 নম্বরের একটি স্কুটি থেকে মোট পঞ্চাশটি সাবানের বাক্সে থাকা এই ব্রাউন সুগার গুলো উদ্ধার করেছে পুলিশ।
সঙ্গে লক্ষ্মীপুর থানা এলাকার ফুলেরতলের বাসিন্দা স্কুটিচালক মিঠু সিংহ সহ সন্দেহ জনক হিসেবে তার সাথে থাকা রামপ্রসাদপুরের বাসিন্দা মনিথন সিংহকে গ্রেফতার করে পুলিশ।
সূত্রমতে জানা গেছে মিঠু সিংহ মনিথনের নিকট আত্মীয় ও সে ড্রাগস পাচার চক্রের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে ।অবশেষে কাছাড়ের পুলিশ সুপার নূমল মাহাতো ধলাইতে পৌছে উদ্ধার করা মাদক গুলো কাছাড় পুলিশের হেফাজতে নিয়ে নেন।বর্তমানে ধৃতদের বিরুদ্ধে তদন্ত জারি রেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ।