শিলচর-করিমগঞ্জের বিভিন্ন এলাকা হয়ে রয়েছে জলমগ্ন। এরই মাঝে সিংগলা এবং লংগাই নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে
রেমাল ঘুর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত জনজীবন, ভেঙ্গে পড়েছে যাতায়াত ব্যবস্থা। উ:পূ: ভারত বিশেষ করে বরাকে এর প্রভাবে মারাত্মক আকার ধারণ করেছে পরিস্থিতি।
রেল-সড়ক দু’ভাবেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকা। শিলচর-করিমগঞ্জের বিভিন্ন এলাকা হয়ে রয়েছে জলমগ্ন। এরই মাঝে সিংগলা এবং লংগাই নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে।
সর্বশেষ প্রাপ্ত খবর মতে লংগাই নদীর জলস্তর ২৪.৫০ মি:। অন্যদিকে, সিংগলা নদীর জলস্তর ২০.২৬৫ মি:। দু’টি নদীই বিপদসীমা’র উপর দিয়ে বইছে এবং জলের স্তর এখনো বাড়ছে।
Promotional | 5E for Success