নগাঁওয়ের কামপুর থানায় উত্তেজিত জনতার হাতে প্রহৃত মহিলা পুলিশকর্মী-সহ ওসি

< 1 - মিনিট |

উত্তেজিত জনতাকে ছত্ৰভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের

কে আর সি টাইমস ডেস্ক

নগাঁও জেলার কামপুর থানায় একাংশ উত্তেজিত জনতার হাতে প্ৰহৃত হয়েছেন পুলিশ আধিকারিক। জনৈক হিফজুর নামের ব্যক্তির মৃত্যুকে কেন্দ্ৰ করে সৃষ্টি হয় এক উত্তেজনাকর পরিবেশ। 

রহস্যজনক কারণে নিহত হিফজুরের পরিবারের লোকজন নগাঁও সদর থানার অন্তৰ্গত রাঙলু পুলিশ ফাঁড়িতে এক অভিযোগ দায়ের করেছিলেন। কিন্ত সোমবার হঠাৎ হিফজরের গ্রাম ঘিলানি থেকে প্ৰায় শতাধিক জনতা কামপুর থানায় এসে হামলা চালায়। জনতার অভিযোগ, তাদের অভিযোগের কোনও গুরুত্ব দেয়নি পুলিশ কর্তৃপক্ষ। অন্যদিকে পুলিশের অভিযোগ, একাংশ জনতা অত্যন্ত পরিকল্পিতভাবে আজকের এই ঘটনা সংগঠিত করেছে। উত্তেজিত জনতা কামপুর থানার ভারপ্ৰাপ্ত আধিকারিককে লক্ষ্য করে পাথর ছুঁড়ে। এতে ওসি এবং জনৈক মহিলা পুলিশর্মী আহত হয়েছেন। এমন-কি উত্তেজিতরা পুলিশ আধিকারিকের আবাসেও হামলা করেছে। উত্তেজিত জনতাকে ছত্ৰভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। এছাড়া পুলিশের ওপর হামলার দায়ে জনৈক তাইজুল ইসলামকে আটক করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news