নগাঁওয়ের পেট্ৰোলপাম্পে সশস্ত্ৰ ডাকাত, নগদ-সহ বহু লক্ষ টাকার লুটপাট

< 1 - মিনিট |

ঘটনাটি ঘটেছে নগাঁও জেলার পুরনিগুদাম এলাকার কাঁসরিগাঁওয়ে রিলায়েন্স পেট্ৰোল পাম্পে

কে আর সি টাইমস ডেস্ক

মধ্য অসমের নগাঁওয়ের একটি পেট্ৰোলপাম্পে হানা দিয়ে নগদ-সহ বহু লক্ষ টাকার সামগ্রী লুটপাট করেছে সশস্ত্ৰ ডাকাতের দল।

সামাগুড়ি থানা সূত্রের খবর, রবিবার ভোররাতে নগাঁও জেলার পুরনিগুদাম এলাকার কাঁসরিগাঁওয়ে রিলায়েন্স পেট্ৰোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের উদ্ধৃতি দিয়ে পুলিশের তদন্তকারী অফিসার জানান, মাথায় হেলমেট পরে হাতে হাতে আগ্নেয়াস্র্  নিয়ে ডাকাতের এক দল আজ ভোররাতে ঢুকে পেট্রোল ডিপোয়। তারা প্রথমে কর্মচারীদের ডেকে তাদের দুটি বাইকে পেট্রোল ভরতে বলে। বাইকে যাথারীতি পেট্রোল ভরে আচমকা কর্মচারীদের মাথায় পিস্তল ঠেকিয়ে পাম্পের অফিসে ঢুকে লুটপাট চালায়। জনৈক কর্মচারী তাদের বাধা দিতে গিলে তাকে মারপিট করে ডাকাতের দল। তাদের মারে কর্মচারীটি আহত হয়েছেন। পুলিশের অফিসার জানান, পেট্রোল ডিপোর আশেপাশে প্ৰায় ১৫ জন দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল। ডাকাতের দলটি পেট্ৰোল ডিপোর অফিসে ঢুকে নগদ ৬০ হাজার টাকা, তিনটি কমপিউটার, দুটি প্রিন্টার, কয়েকটি সিসি টিভি ক্যামেরা নিয়ে গেছে।  

ডাকাতের দল চলে গেলে ঘটনা সম্পর্কে ডিপো থেকে সামাগুড়ি থানায় ফোন করেন জনৈক কর্মচারী। খবর পেয়ে তৎক্ষণাৎ সশস্ত্র দল নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা গোটা ঘটনাক্রমের খবর নিয়ে তদন্ত শুরু করলেও এই খবর লেখা পর্যন্ত ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা অভিযোগ তুলেছেন, পেট্রোল ডিপোর কাছেই পুরনিগুদাম পুলিশ ফাঁড়ি। একটি পুলিশ ফাঁড়ি কাছে থাকা সত্ত্বেও ডাকাতের দল নির্বিঘ্নে লুটপাট করতে সক্ষম হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news