নতুন বছরেই সিএনজি বাস পরিষেবা কলকাতাবাসীকে

< 1 - মিনিট |

রাজ্য বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে এ কথা জানালেন পরিবহনমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতায় নামতে চলেছে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) চালিত বাস। শুক্রবার রাজ্য বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা প্রসঙ্গে এ কথা জানালেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মন্ত্রী জানান, আপাতত দশটি সিএনজি বাস নামবে কলকাতার রাস্তায়। তার জন্য গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেডের (গেল) সহযোগিতায় কসবায় সিএনজি বাসের রিফিলিং অর্থাৎ গ্যাস ভরার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। নতুন বছরেই কলকাতাবাসীকে সিএনজি বাস উপহার দিতে চলেছে পরিবহন দফতর। পাশাপাশি আরও নতুন ইলেকট্রিক বাস নামাতে চলেছে পরিবহন দফতর। ৩৩০০ কোটি টাকা বিশ্ব ব্যাঙ্ক রাজ্য সরকারকে দিচ্ছে রাজ্যের জল পরিবহণকে ঢেলে সাজাতে। এ ছাড়া নবদ্বীপ, মায়াপুর-সহ নানা ঐতিহাসিক জায়গায় নতুন জেটি তৈরির কাজ চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news