জার্নালিস্ট ইউনিয়ন অব আসামের শাখা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত
শিলচর : বরাক উপত্যকার তরুণ প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকা এবং সাংবাদিকতার আইনকানুন সম্পর্কে সাংবাদিকদের হাতে কলমে ওয়াকিবহাল করার উদ্দেশ্য নিয়ে দুদিন ব্যাপী এক কর্মশালা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।
বৃহস্পতিবার শিলচরে সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দের পৌরোহিত্যে তিন জেলার সাংবাদিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ ও ১৭ নভেম্বর শিলচরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে গুয়াহাটি সহ উপত্যকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন বিশিষ্ট সাংবাদিকদের রিসোর্স পার্সন হিসেবে আমন্ত্রণ জানানো হবে।
এছাড়াও প্রস্তাবিত কর্মশালায় সাংবাদিকতার আইন-কানুন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের একজন উচ্চস্তরের আধিকারিককেও আমন্ত্রণ জানানো হবে। এদিনের সভায় সভাপতি হারাণ দে জানান, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম ও ইন্ডিয়ান ফেডারেশন অব জার্নালিস্টস এর সম্পৰ্ক যুক্ত শাখা সংস্থা হিসেবে কাজ করবে।
তিনি প্রস্তাবিত কর্মশালা সফল করে তোলার জন্য সম্পাদকের নেতৃেত্ব যৌথভাবে সকল কর্মকর্তা ও সদস্যদের কাজ করার আহ্বান জানান। সম্পাদক আব্দুল হাই লস্কর সংগঠনকে শক্তিশালী এবং কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য বরাক উপত্যকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মূল ধারার সকল সাংবাদিকদের এই সংগঠনের সদস্যপদ নেওয়ার আহ্বান জানান।
এদিনের সভায় সাংবাদিক সংস্থার সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা করে সহ-সভাপতি শতানন্দ ভট্টাচার্যকে আহ্বায়ক মনোনীত করে একটি সংবিধান উপসমিতি গঠন করা হয় । সভায় সর্বসম্মতিক্রমে মিলন উদ্দিন লস্করকে সহ-সভাপতি ও সদস্য বিপ্লব পালচৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।এছাড়াও সাংগঠনিক কাজকর্মকে শক্তিশালী করার জন্য সভাপতি হারাণ দে, সম্পাদক আব্দুল হাই লস্কর,দুই সহ-সভাপতি মিলন উদ্দিন লস্কর ও শতানন্দ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালচৌধুরীকে নিয়ে পাচঁ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়।