নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান

< 1 - মিনিট |

পাকিস্তান অনুমতি না দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানটিকে এখন মুম্বাই থেকে মাসক্যাট (ওমান) হয়ে ওখান থেকে ইউরোপ যেতে হবে

কে আর সি টাইমস ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য  নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় পাকিস্তান যাতে প্রধানমন্ত্রীর বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয় সেই অনুরোধ নয়াদিল্লির তরফে ইসলামাবাদকে করা হয়েছিল। কিন্ত বুধবার সেই আর্জি খারিজ করে দেয় ইসলামাবাদ। এর ফলে আমেরিকার হিউস্টনে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর এআই ওয়ান বিমানটি পুনরায় জ্বালানি ভরার জন্য জার্মানি ফ্রাঙ্কুর্টে যেতে আরও বেশি সময় লাগবে।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি একটি ভিডিও বার্তা জারি করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ তারিখ জার্মানি যাওয়ার সময় এবং ২৮ তারিখে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিল ভারত।  কাশ্মীরের পরিস্থিতি এবং ভারতের মনোভাব জেরে  পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি ভারতকে দেয়নি।  ভারতীয় হাই কমিশনকেও এ বিষয়ে অবগত করানো হয়েছে।

এ মাসের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য তাকে আকাশসীমা ব্যবহারের কোনও অনুমতি দেয়নি পাকিস্তান। 

পাকিস্তান অনুমতি না দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানটিকে এখন মুম্বাই থেকে মাসক্যাট (ওমান) হয়ে ওখান থেকে ইউরোপ যেতে হবে।  অন্যদিকে, পাকিস্তান যদি অনুমতি দিত তবে প্রধানমন্ত্রীর বিমানটি পাকিস্তান, আফগানিস্তান ও ইরান হয়ে ইউরোপে চলে যেত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news