নাগরিকত্ব আইনের প্রতিবাদ : রাজ্যজুড়ে ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

< 1 - মিনিট |

হাওড়া-দিঘা এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, হাওড়া-সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস, হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস প্রভৃতি।

কে আর সি টাইমস ডেস্ক

রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বাণেও বিশেষ কোনও কাজ হল না। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত দফায় দফায় রেল অবরোধ-বিক্ষোভের সাক্ষী থাকল। কোথাও বাস ভাঙচুর করা হয়, কোথাও রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার সকালে শিয়ালদহ ডিভিশনের বারাসত-হাসনাবাদ শাখায় সিএবি-বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ থাকে সকাল সাড়ে ছ’টা থেকে।  হাসনাবাদ শাখার সোঁদালিয়া-লেৱুতলা স্টেশনের মাঝে অবরোধ করা হয়। অন্যদিকে, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফলে সকাল আটটা থেকে ওই শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা| সিএবি-বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। মালদহ ডিভিশনের আজিমগঞ্জ শাখাতেও বিক্ষোভের জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জঙ্গিপুর, মহিপাল-সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু ট্রেন।

সাঁকরাইলে অবরোধের জেরে হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বীরভূমেও। সিএবি-র প্রতিবাদে মুরারইয়ে রেল অবরোধের জেরে ডাউন শতাব্দী এক্সপ্রেস বাঁশলই স্টেশনে দাঁড়িয়ে থাকে।

বিক্ষোভ-অবরোধের জেরে বহু ট্রেন বাতিল করা হয়েছে- হাওড়া-দিঘা এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, হাওড়া-সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস, হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস প্রভৃতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news