তৃণমূল ছাড়াও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, আরএসপি-সহ অন্যান্য রাজনৈতিক দল।
নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর তীব্র বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির মতোই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। নাগরিকত্ব সংশোধনী বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল বিভাজন সৃষ্টিকারী এবং অসাংবিধানিক, ভারতীয় সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে এই বিল। এই বিল ডা. আম্বেদকর-সহ আমাদের প্রতিষ্ঠাতা জনকদের কল্পনা ও চিন্তাধারার বিরুদ্ধে।’
তৃণমূল ছাড়াও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, আরএসপি-সহ অন্যান্য রাজনৈতিক দল। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার পরই ক্ষোভ উগড়ে দেন লোকসভার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী| নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস সাংসদ বলেছেন, ‘দেশের সংখ্যালঘু মানুষদের টার্গেট করা ছাড়া আর কিছুই নয় নাগরিকত্ব সংশোধনী বিল।’ বিলটির বিরোধিতা করে আরএসপিও। নাগরিকত্ব সংশোধনী বিলকে ‘ভারতীয় সংবিধানের পরিপন্থী’ আখ্যা দিয়েছেন আরএসপি সাংসদ এম কে প্রেমাচন্দ্রন।