বিজেপি শিবিরের প্রচারের কীভাবে মোকাবিলা করতে পার্টি লাইন ঠিক করে দেবেন খোদ দলনেত্রী। এই অবস্থায় নতুন রণকৌশল স্থির করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
‘নাগরিকত্ব-সংশোধনী বিল’ নিয়ে ২০ ডিসেম্বর দলীয় বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, দলের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো ।
রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিল পাশের নেপথ্যে পশ্চিমবঙ্গের অনেকটাই যে যোগ রয়েছে, তা সংসদে স্পষ্ট গিয়েছে অমিতের শাহের ভাষণে। যেভাবে একাধিকবার পশ্চিমবঙ্গ উঠে এসেছে তাঁর কথায়, তাতে এটা অন্তত বলাই যায় এবার নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী নিয়ে জোরকদমে প্রচারে নেমে পড়তে চলেছে বিজেপি। বিজেপি শিবিরের প্রচারের কীভাবে মোকাবিলা করতে পার্টি লাইন ঠিক করে দেবেন খোদ দলনেত্রী। এই অবস্থায় নতুন রণকৌশল স্থির করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। যার জন্য দলের নেতাদের সঙ্গে পরামর্শ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জি নিয়ে মানুষের মতামত জানতে আগ্রহী নেত্রী। তার ওপরে ভিত্তি করেই রাজনীতির ময়দানে লড়াইয়ের নতুন রূপরেখা স্থির করতে চান তৃণমূলনেত্রী।
সেই লক্ষ্য নিয়েই দলের নেতাদের থেকে নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যবাসীর মনের কথা জানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলের নেতাদের নিয়ে বৈঠক করতে চান তিনি। চলতি মাসের আগামী ২০ তারিখে দলের নেতাদের বৈঠকে ডেকেছেন তিনি । সেই বৈঠকের ওপরে ভিত্তি করেই আগামী দিনের জন্য রণকৌশল সাজাতে চান তিনি।
নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে তৃণমূল। যা নিয়ে গত বছর দুই বছর সময়ের মধ্যে একাধিকবার সুর চড়াতে দেখা গেছে নেত্রী মমতাকে। কলকাতার রাস্তায় মিছিলেও হেঁটেছেন তিনি নাগরিকপঞ্জির প্রতিবাদে । সপ্তাহ খানেক আগেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে বাংলায় কিছুতেই নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।