প্রায় এক ঘন্টা ধরে চলতে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন আততায়ীও। এই হামলাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা! এবার আমেরিকার নিউ জার্সির জার্সি শহরে বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন পুলিশ অফিসার-সহ ৪ জন। সুরক্ষা বাহিনীর পাল্টা হামলায় মৃত্যু হয়েছে দু’জন আততায়ীর। নিহত পুলিশ অফিসারের নাম হল-ডিটেক্টিভ জোসেফ সিলস (৪০)। গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন পুলিশ কর্মী। তদন্তকারীরা জানিয়েছেন, একটি খুনের মামলার তদন্তের সময় জার্সি শহরের বে ভিউ সেমেটেরিতে ডিটেক্টিভ জোসেফ সিলসকে প্রথমে গুলি করে হত্যা করে সন্দেহভাজন বন্দুকবাজ। এরপর ট্রাকে চেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আততায়ীরা। কোশের সুপারমার্কেটে বাধা পেলে, ট্রাক থামিয়ে পুলিশ কর্মী এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে বন্দুকবাজরা। জার্সি সিটি পুলিশ প্রধান মাইকেল কেলি জানিয়েছেন, মঙ্গলবার দুপুর তখন ১২.৩০ মিনিট হবে, জার্সি শহরের কোশের মার্কেটে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দু’জন বন্দুকবাজ। আততায়ীদের গুলিতে প্রাণ হারান মার্কেটে উপস্থিত ৩ জন সাধারণ মানুষ। এরপর সুরক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকবাজদের গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘন্টা ধরে চলতে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন আততায়ীও। এই হামলাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।